নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ৩০ বছর বয়সী হারুন আবদুল-মালিক ইয়েনারকে গ্রেপ্তার করেছে এফবিআই। ফ্লোরিডার বাসিন্দা হারুনকে বুধবার স্থানীয় সময় গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে হারুনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়, যখন জানা যায়, তিনি একটি ভবনের গ্যারেজে বোমা তৈরির উপকরণ মজুত করেছেন।
ফ্লোরিডার সাউদার্ন ডিসট্রিক্টের ইউএস অ্যাটর্নির অফিস জানিয়েছে, ইয়েনারকে বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করতে বিস্ফোরক ডিভাইস ব্যবহারের চেষ্টা করেছিলেন। এফবিআই আরও জানায়, ইয়েনার ৯/১১ হামলার প্রসঙ্গ উল্লেখ করে নিজেকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন। তদন্তকারীরা জানান, গ্যারেজে অভিযান চালিয়ে বোমা তৈরির স্কেচ, টাইমার, ঘড়ি, ইলেকট্রনিক সার্কিট বোর্ড ও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।
আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন ইয়েনার, তবে তাঁর আইনজীবী এখনও কোনো মন্তব্য করেননি। মামলার নথি অনুযায়ী, ইয়েনার গত সপ্তাহে এক আন্ডারকভার এজেন্টকে জানিয়েছিলেন যে, তিনি থ্যাঙ্কসগিভিং ছুটির আগেই হামলার পরিকল্পনা করেছিলেন। আগামী ২৮ নভেম্বর থ্যাঙ্কসগিভিং। হামলা সম্পর্কে আরও তথ্য জানার জন্য তিনি ইন্টারনেটে বোমা তৈরির বিষয়ে বিভিন্ন সার্চও করেছিলেন।