ইনিংস ব্যবধানে হার নিয়ে শান্তর প্রতিক্রিয়া

কলম্বোয় ইনিংস ব্যবধানে হার, ব্যাটারদের দায় দিলেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বড় ব্যবধানে হারের পর হতাশা ঝরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। সিরিজের প্রথম টেস্টে প্রতিরোধ গড়লেও দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হতবাক শান্ত সরাসরি দায় দিয়েছেন টপ অর্ডারকে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে শান্ত বলেন, “প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তার পর এই পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। প্রথম ইনিংসেই ব্যাট হাতে আমরা পুরোপুরি ব্যর্থ হই। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।”

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে এখনও সঠিক মনে করছেন তিনি। তবে শট নির্বাচনে দলের ব্যাটারদের হালকাভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শান্ত। তিনি বলেন, “আমি এখনো মনে করি, ব্যাটিং নেওয়াটাই ঠিক ছিল। উইকেট একটু ধীর হলেও আমাদের আউট হওয়ার ধরন ঠিক ছিল না। সবাই সহজ রাস্তা খুঁজতে গিয়ে ভুল করেছে।”

বোলারদের পারফরম্যান্সে কিছুটা স্বস্তি পেয়েছেন অধিনায়ক। তার ভাষায়, “তৃতীয় দিনে যেভাবে আমরা বোলিং করেছি, সেটা দারুণ ছিল। এই কন্ডিশনে এমন বোলিং সত্যিই প্রশংসনীয়।”

প্রথম টেস্টে দৃঢ় প্রতিরোধ গড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে যেন নিজেদের ছায়া হয়ে পড়ে। শান্ত মনে করেন, ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে এবং শট নির্বাচনে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।

এখন প্রশ্ন উঠেছে, সিরিজের এমন ব্যর্থতার পর অধিনায়কত্ব নিয়ে বিতর্কে শান্ত কতটা চাপ অনুভব করছেন—তা সময়ই বলে দেবে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *