সারজিস আলমের ফেসবুক পোস্টে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রামে পাথর ও বালুবাহী যানবাহন থেকে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
সারজিস তার পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে লেখেন, পাটগ্রাম উপজেলার অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া গাড়িগুলোর কাছ থেকে প্রতিনিয়ত ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয়ভাবে এই প্রক্রিয়ায় লাখ টাকার লুটপাট চলছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও লেখেন, আজ পাটগ্রামের ইউএনও চাঁদাবাজদের মধ্যে দুজনকে আটক করে এক মাসের সাজা দেন। এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানায় হামলা চালিয়ে ওই দুজনকে ছিনিয়ে নেয়। এমনকি পাশের হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ চাওয়া হলে সেখানেও থানা ঘেরাও করা হয়।
পোস্টে সারজিস দাবি করেন, এ ঘটনাগুলো একটি দলের শাসন নয় বরং ক্ষমতার অপব্যবহার। তিনি প্রশ্ন রাখেন, যদি এভাবে মাঠপর্যায়ে চাঁদাবাজি ও লুটপাট চলতে থাকে, তাহলে দেশ সংস্কার হবে কীভাবে?
তিনি বলেন, আমরা বিএনপির কোনো দফা দেখতে চাই না, বরং অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান ও পদক্ষেপ দেখতে চাই — তা সে নিজের দলের লোক হলেও।
পোস্টে সারজিস আক্ষেপ করে উল্লেখ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার পরিবর্তে জিম্মি করে ফেলা হয়েছে। এখন দেখার বিষয়, বিএনপি এসব অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না।
সূত্রঃ কালবেলা