পরিকল্পিত হামলা করে শান্তিপূর্ণ আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা: ইশরাক হোসেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সংঘটিত হামলাকে পরিকল্পিত আখ্যা দিয়ে বিএনপির নেতা ইশরাক হোসেন বলেছেন, এ ঘটনার মাধ্যমে নাগরিক সেবা ব্যাহত করে চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। ইশরাক বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করতে এবং জনসেবার পরিবেশ নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে। ষড়যন্ত্রকারীরা চায় না নগরবাসী স্বাভাবিক সেবা পাক কিংবা আন্দোলন সফল হোক। তাই তারা আতঙ্ক সৃষ্টি ও আন্দোলন দমন করতে এই হামলা ঘটিয়েছে।
তিনি বলেন, আন্দোলনকারীদের অনুরোধে যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়, তখন থেকেই প্রতিপক্ষ বিভিন্নভাবে বাধা দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমরা সকল বাধা পেরিয়ে সেবা কার্যক্রম চালু করি। গত দুই দিন ধরে নগরবাসী স্বস্তিতে সেবা পাচ্ছিলেন। এটা প্রতিপক্ষ মেনে নিতে পারেনি বলেই আজকের এই চক্রান্ত।”
ইশরাক অভিযোগ করে বলেন, “আমার নামে স্লোগান দিয়ে যারা নগর ভবনে হামলা চালিয়েছে, তারা ফ্যাসিস্টদের সহযোগী। দেশীয় অস্ত্র নিয়ে তারা পরিকল্পিতভাবে প্রবেশ করে আন্দোলনের সামনের সারির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়।
তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে একদিকে জনসেবার পরিবেশ নষ্ট করে আতঙ্ক ছড়ানো হয়েছে, অন্যদিকে আন্দোলনকারীদের ভয় দেখিয়ে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। এতে করে আন্দোলন দমন ও জনগণের ন্যায্য দাবি থেকে দৃষ্টি সরানোই মূল উদ্দেশ্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক জানান, হামলায় নেতৃত্ব দিয়েছেন গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্স। তারা আওয়ামী সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোসর। আমাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতে চলাচল করতেন।
আহতদের বিষয়ে তিনি বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের বুকে ছুরিকাঘাতে ফুসফুসে ছিদ্র হয়েছে, অপর দু’জনকেও পায়ে ও বুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আরও ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেককে মাথা ও হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে।
সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক হোসেন। তিনি বলেন, কিছু নির্দিষ্ট সংবাদমাধ্যম ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করেছে। এসব গণমাধ্যমে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে, যারা সত্য আড়াল করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
সূত্রঃ ইত্তেফাক