নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া জনগণের সামনে দৃশ্যমান হতে হবে।” তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা হেলিকপ্টার থেকে নিরস্ত্র ছাত্র ও জনতার ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন।”
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই কর্মশালায় বিকাল ৪টায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিস্তা ইস্যু ও সরকারের ব্যর্থতা
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণে গত ১৫ বছরে তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পায়নি। তারা তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেনি। এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নে একমাত্র তারেক রহমানই সক্ষম।”
রাষ্ট্র সংস্কার ও জনগণের সম্পৃক্ততা
বিএনপির এই নেতা বলেন, “রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমাদের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচিতে প্রয়োজনীয় সংস্কারের দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গত ১৫ বছরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের সকল গুরুত্বপূর্ণ সেক্টর ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে উত্তরণের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে আমরা এই দফাগুলো তৈরি করেছি।”
তিনি আরও বলেন, “এই ৩১ দফার সঙ্গে সাধারণ জনগণের সরাসরি সম্পৃক্ততাই আমাদের মূল লক্ষ্য।”
দলীয় ঐতিহ্য ও গণতন্ত্রের জন্য লড়াই
এ্যানি বলেন, “শহীদ জিয়াউর রহমান অত্যন্ত স্বল্প সময়ের জন্য দেশ পরিচালনার সুযোগ পেলেও তিনি দেশের আত্মনির্ভরশীল ভিত্তি গড়ে তোলেন। বিএনপি সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থেকে গণতন্ত্র রক্ষার লড়াই করেছে এবং সে কারণে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে।”
খালেদা জিয়া ও ভোটের অভিযোগ
বক্তব্যে তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিল। আমরা বহুবার অনুরোধ করেও তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করাতে পারিনি।”
তিনি আরও বলেন, “দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসেছে। আর প্রশাসনের একটি অংশ কালো টাকার লোভে সেই অবৈধতাকে সহায়তা করেছে।”
কর্মশালার আয়োজন ও অংশগ্রহণ
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা ইকবাল হোসেন শ্যামল।
লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার দুই শতাধিক নেতাকর্মী এই কর্মশালায় অংশ নেন।
সূত্রঃকালবেলা