বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইশরাক হোসেনের দেওয়া পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তিনি লিখেছেন, “এটা প্রজন্মের লড়াই। নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত—ঐক্যবদ্ধ, প্রতিরোধ এবং পুনর্গঠন।”
এদিকে, ইশরাক হোসেনের পোস্টে লেখা ছিল, “ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য স্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যারা অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল নয়, তাদের আবার কিসের অধিকার?”
তিনি আরও লিখেছিলেন, “আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাইবো, তা চলবে না। সামান্য সুযোগ পেলেই ফ্যাসিবাদ যে কী করতে পারে, তা গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে। তারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল, মত, ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে, তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।”
এটি ছিল ইশরাক হোসেনের ফেসবুকে দেয়া পোস্ট, যা তিনি বুধবার রাতে শেয়ার করেছিলেন।