ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বক্স অফিসে চমক, শীর্ষে ‘তাণ্ডব’
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত একাধিক বাংলা সিনেমা নতুন উদ্দীপনা এনেছে ঢালিউডে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহ ও শোয়ের সংখ্যায় যেমন এগিয়ে, তেমনি আয়েও রেকর্ড গড়েছে।
ঈদের দিন মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করা ‘তাণ্ডব’ বর্তমানে ৪৫টি প্রদর্শনীতে চলছে। একই সঙ্গে দেশের শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও চলছে সিনেমাটি। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, প্রথম পাঁচ দিনে গ্রস সেল ৫ কোটি টাকা ছাড়িয়েছে, আর পরবর্তী পাঁচ দিনে যোগ হয়েছে আরও ৪ কোটি টাকা। যদিও মাঝেমধ্যে দর্শক কমেছে, তবে সাম্প্রতিক শো আবারও হাউসফুলের পথে।
‘উৎসব’–এর প্রশংসা ও আয়ও বাড়ছে
শুরুতে মাল্টিপ্লেক্সে মাত্র ৯টি শো পেয়েছিল ‘উৎসব’। তবে দর্শকের সাড়া পেয়ে এখন ১৫টি প্রদর্শনী চলছে। পরিচালক তানিম নূর জানিয়েছেন, ৯ দিনে আয় হয়েছে এক কোটির বেশি, যা ঈদের পরবর্তী দুই দিনে আরও প্রায় ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “শুরুতে ছোট পরিসরে মুক্তি পেলেও দর্শকদের ভালোবাসায় হল সংখ্যা বেড়েছে।”
‘ইনসাফ’ কিছুটা পিছিয়ে, তবে আশা ধরে রেখেছে
হলসংখ্যায় ঈদে দ্বিতীয় স্থানে থাকা ‘ইনসাফ’ নিয়ে আশাবাদী প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, “তাণ্ডব কিছুটা বাজার দখল করলেও সময়ের সঙ্গে সঙ্গে ইনসাফ আরও ভালো করবে। অনেক হল ‘তাণ্ডব’ সরালে আমরা সেখানে জায়গা পাব।”
সর্বমোট আয় প্রসঙ্গে তিনি বলেন, যেটুকু প্রকাশিত হয়েছে, তা শুধু সিনেপ্লেক্সের হিসাব। সব মিলিয়ে কোটি টাকা ছাড়িয়ে গেছে।
‘নীলচক্র’ শুরুতে আশাজাগানিয়া, পরে ছন্দপতন
প্রথমদিকে আশাজাগানিয়া আগ্রহ থাকলেও ‘নীলচক্র’ ধীরে ধীরে পিছিয়ে পড়ে। শো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়ও কমে আসে। পরিচালক মিঠু খান জানিয়েছেন, জুলাই থেকে দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাবে, যেখানে ভালো আয় হবে বলে তিনি আশাবাদী। একটি সূত্র জানায়, বর্তমানে সিনেমাটি মাল্টিপ্লেক্সে আয় করেছে প্রায় ২৩ লাখ টাকা।
আলোচনায় ‘এশা মার্ডার’, অল্প শোতেই হাউসফুল
অল্পসংখ্যক হলে মুক্তি পেলেও দর্শকের আগ্রহে আলোচনায় উঠে এসেছে ‘এশা মার্ডার: কর্মফল’। পরিচালক সানী সানোয়ার জানান, দর্শকদের প্রশংসায় তারা অনুপ্রাণিত। হাউসফুল শোর সংখ্যাও কম নয়। তিনি বলেন, “আমাদের সিনেমাটি নিম্নবিত্তের গল্প নিয়ে তৈরি, যেটা অনেক দর্শকের হৃদয় ছুঁয়েছে।” সূত্র জানায়, মাল্টিপ্লেক্স থেকেই সিনেমাটি আয় করেছে প্রায় ১৬ লাখ টাকা এবং এর স্বত্বও ভালো দামে বিক্রি হয়েছে।
‘টগর’–এর আয় প্রায় ১৪ লাখ
অল্প আলোচনা হলেও একটি সূত্র জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমার আয় ১৪ লাখ টাকার মতো।
বক্স অফিসের বাস্তবতা ও প্রযোজকদের অংশ
সিনেমার পরিবেশক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান বলেন, সবাই এখন আয়ের পরিমাণ নিয়ে প্রশ্ন করছেন। কিন্তু সবাইকে বোঝা দরকার, গ্রস সেল মানেই পুরো টাকা প্রযোজকের পকেটে যায় না। তিনি আরও বলেন, শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক বাড়ছে, কিন্তু আয়ের প্রকৃত চিত্র সবাই জানে না।
তার ভাষায়, তাণ্ডব এবারের ঈদে সবচেয়ে বেশি আয় করেছে। অন্য সিনেমাগুলোও ভালো, তবে তুলনায় পিছিয়ে। ‘এশা মার্ডার’-এর মতো সিনেমা বিদেশে ভালো করবে বলেই আমরা পরিকল্পনা করছি।
সূত্রঃ ইত্তেফাক