“ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। তার নানা কর্মকাণ্ড এবং ফেসবুক পোস্ট প্রায়ই তাকে কেন্দ্র করে আলোচনা সৃষ্টি করে। গতকাল (২২ নভেম্বর) পরীমণির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এ সময় পরীমণি তার ফেসবুকে জানান, তিনি বরিশালে নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অবস্থান করছেন এবং কিছু ভিডিও শেয়ার করেন। এছাড়া, তিনি একটি দুঃখভরা পোস্টও দিয়েছেন।
পোস্টে পরীমণি লেখেন, ‘নিয়তির ডাকে যে সাড়া ফেলে, তার জন্য শুধু নীরবতা। যার চলে যায়, সে বোঝে বিচ্ছেদের যন্ত্রণার কী বেদনা!’ এমন একটি পোস্ট দিয়ে পরীমণি তার ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছেন। অনেকেই মনে করছেন, এই পোস্ট তিনি তার প্রথম স্বামীর মৃত্যুর খবরে দিয়েছেন। আবার কিছু ভক্ত তার নানার মৃত্যুর সঙ্গে এই পোস্টের সম্পর্ক খুঁজে পাচ্ছেন, কারণ এক বছর আগে এই দিনে পরীমণি তার নানাকে হারান।
এদিকে, শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচর এলাকায় সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা যান। ইসমাইল জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে তিনি পরীমণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দাদ বলেন, ‘ইসমাইল পরীমণির প্রথম স্বামী ছিলেন, তবে তাদের তালাক হওয়ার পরে ইসমাইল আবার বিয়ে করেন এবং তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।’
পরীমণি নিজের প্রথম বিয়ে নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। তার ঘনিষ্ঠরা জানান, ইসমাইলের মৃত্যুর খবর পরীমণির জন্য কষ্টকর ছিল, তবে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু সম্পর্কে কিছু বলেননি, কারণ তিনি সবসময় প্রথম বিয়ের বিষয়ে নীরব ছিলেন।”