২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর দিয়েছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া। এরপর থেকেই তারা আলাদা থাকছিলেন।
এবার, আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হলো। বুধবার (২৭ নভেম্বর) চেন্নাইয়ের পারিবারিক আদালত ধানুশ ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে। আদালতে তাদের উপস্থিতিতে বিচারক শোভা দেবী তাদের শেষ সিদ্ধান্ত জানতে চাইলে, দুজনেই আলাদা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, এরপর আদালত তাদের বিচ্ছেদ অনুমোদন দেয়।
২০২২ সালের ১৭ জানুয়ারি ধানুশ ও ঐশ্বরিয়া এক যৌথ বিবৃতির মাধ্যমে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। বিবৃতিতে তারা বলেন, ১৮ বছর একসঙ্গে থাকা, ভালোবাসা, বোঝাপড়া এবং বিভিন্ন অভিজ্ঞতার পর তারা সিদ্ধান্তে এসেছেন, তাদের পথ আলাদা হওয়া উচিত। সেই সময় তারা নিজেদের সময় নিতে চান যাতে নিজেদের আরও ভালোভাবে বুঝতে পারেন।
বিচ্ছেদের পর পারিবারিক আদালত তাদের সম্পর্ক পুনরায় মেরামত করার জন্য সমঝোতার প্রস্তাব দিয়েছিল এবং গত দুই বছরে তিনটি শুনানিও অনুষ্ঠিত হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৩ সালে ধানুশের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘কাদাল কোন্দেইন’-এ আমন্ত্রিত ছিলেন রজনীকান্ত এবং ঐশ্বরিয়া। সেখানে রজনীকান্ত ধানুশের সঙ্গে ঐশ্বরিয়ার পরিচয় করিয়ে দেন। তারপর ধানুশ ঐশ্বরিয়াকে ফুল ও চিরকুট পাঠিয়ে তার অভিনন্দন জানান, যা তাদের সম্পর্কের শুরু। এরপর ২০০৪ সালের ১৮ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে— যাত্রা ও লিঙ্গা।
এছাড়া, ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’ সিনেমায় ধানুশ অভিনয় করেন, যেখানে ‘কলাভেরি ডি’ গানটি বিপুল জনপ্রিয়তা পায়।