ঢাকায় পৌঁছেছেন আতিফ, আগামীকাল আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি

এ বছর দ্বিতীয়বার ঢাকায় এলেন পাকিস্তানের তুমুল জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তাকে বহনকারী ফ্লাইটটি। আগামীকাল (শুক্রবার) রাত আটটায় আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্ট, যা আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানি শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান, ব্যান্ড কাকতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল কাসীদা পারফর্ম করবেন।

এটি ছিল আতিফের ঢাকায় আসার দ্বিতীয় সফর। এর আগে, গত এপ্রিল মাসে তিনি ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ কনসার্টে অংশ নিয়ে তার দর্শকদের শ্রোতাদের জনপ্রিয় গানগুলো শোনান, যার মধ্যে ছিল ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *