কুমিল্লায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

মুরাদনগরে ধর্ষণচিত্র ছড়ানোর ঘটনায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লা ১১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত পরিদর্শক সাদেকুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে পাঠানো চার আসামি হলেন—জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মো. সুমন, মো. আলমের ছেলে আরিফ ও তালেম হোসেনের ছেলে অনিক।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সুবিধা হবে।

এর আগে, ২৬ জুন রাতে বাহেরচর-পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারী ধর্ষণের শিকার হন। ওই সময় কয়েকজন যুবক তার ঘরে ঢুকে ধর্ষণের সময়কার ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা করেন। এরইমধ্যে মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *