পরিবেশের জন্য প্লাস্টিক ত্যাগ করুন: প্রধান উপদেষ্টা

পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার

দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্লাস্টিক শুধু মানবজাতির জন্য নয়, পৃথিবীর প্রতিটি জীবের জন্যই হুমকি স্বরূপ।

বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “প্লাস্টিক পরিবেশের জন্য এক ভয়াবহ বিষ। দিন দিন এর ব্যবহার বাড়ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তাই এখনই আমাদের প্রতিজ্ঞা করতে হবে—প্লাস্টিক বর্জনের পথে হাঁটব।”

তিনি জানান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের প্লাস্টিক বন্ধ করতে হলে ব্যক্তি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি। “প্রতিটি নাগরিক যদি সপ্তাহে অন্তত একদিন প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকে, তাহলে ধীরে ধীরে এই ব্যবহারে বড় পরিবর্তন আনা সম্ভব,” বলেন তিনি।

দূষণ প্রতিরোধে শুধু পলিথিন ব্যবহার বন্ধ করলেই হবে না, এর উৎপাদনও বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “জীবন বাঁচাতে হলে আমাদের পরিবেশ বাঁচাতে হবে। আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে না পারলে পরিবেশ বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।”

তিনি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “এই প্রজন্মই পারে সচেতনতা তৈরি করে পরিবেশ রক্ষার আন্দোলনকে সফল করতে।”

অনুষ্ঠান শেষে অধ্যাপক ইউনূস একটি সোনালু গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *