অন্তর্বর্তী সরকার দুইটি নতুন দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) এ সংক্রান্ত দুটি পৃথক পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একইভাবে, গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের মৃত্যু ঘটে ১৬ জুলাই, যেদিনকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
দিবসগুলো প্রতি বছর যথাযথ মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ দুটি দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
সূত্রঃ একুশে