দুদকের পরিচয় ব্যবহার করে প্রতারণা, আরও এক ব্যক্তির গ্রেপ্তার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোহাগ পাটোয়ারি (৪০)। তাকে সোমবার সকালে রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকা থেকে আটক করা হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, এর আগে একই অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সোহাগ পাটোয়ারি ওই চক্রের সঙ্গে জড়িত থেকে দুদকের পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, সোহাগের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
এ ঘটনায় আলোচনায় আসে একটি ফেসবুক পোস্ট। গত ২৪ জুন হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে “স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা” শিরোনামে একটি পোস্ট দেন। তিনি একটি অডিও ক্লিপও যুক্ত করেন, যেখানে একজনের কাছ থেকে দুদকের ডিজি ও ডিডি পরিচয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়।
হাসনাতের পোস্টে বলা হয়, আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ না থাকলেও ক্লিয়ারেন্স নিতে হলে এক লাখ টাকা দিতে হবে। অভিযোগে আরও বলা হয়, চিকিৎসক মাহমুদা মিতুর কাছ থেকেও এভাবে টাকা দাবি করা হয়েছিল। তাকে বলা হয়, “আপনি তো ডাক্তার, টাকা-পয়সার তো অভাব নেই—এই ক্লিয়ারেন্স নিতে এক লাখ টাকা দিন।
ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুদক।
সূত্রঃ আমার দেশ