এনবিআর-বিডা কার্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কার্যালয় এবং এর আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে শেরেবাংলা নগর থানার আওতাধীন শিশু মেলা থেকে শুরু করে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর ও বিডা কার্যালয়সহ আশপাশের এলাকায় যেকোনো ধরনের জনসমাগম—যেমন সভা, মিছিল, বিক্ষোভ বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।
এই নিষেধাজ্ঞা ২২ জুন (রোববার) সকাল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্রঃ ইত্তেফাক