আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গৃহীত, গ্রেফতারি পরোয়ানা ২৬ জনের বিরুদ্ধে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার সকালে মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এর আগে, গত ২৪ জুন তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে আবু সাঈদ হত্যায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ মোট ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেছে তদন্ত সংস্থা।
মামলার চারজন আসামি বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন—তারা হলেন সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ। সর্বশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আবু সাঈদের বড় ভাই রমজান গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ, যাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়।
সূত্রঃ একুশে