সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান এইচ সরকারকে নিয়ে কড়া মন্তব্য করেছেন গনঅধিকার পরিষদের ফারুক হাসান। তিনি ইমরানকে বাংলাদেশের “সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টার অন্যতম কারিগর” বলে উল্লেখ করেছেন।
ফারুক হাসান তার পোস্টে বলেন, “আরেক ‘ইসকন’ এর সদস্য ইমরান এইচ সরকার! এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টার অন্যতম কারিগর এই ইমরান এইচ সরকার। একে অতিদ্রুত গ্রেপ্তার করুন, মাটির নিচে থাকলে সেখান থেকে তুলে নিয়ে আসুন।