তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল ও শ্রমিক দলের ৩ নেতা বহিষ্কার
ভোলার তজুমদ্দিনে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রদল ও উপজেলা শ্রমিক দলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে পৃথক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় বিএনপির সহযোগী সংগঠন দুটি।
বহিষ্কৃতরা হলেন তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।
ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার গভীরতা যাচাই ও তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে।
অন্যদিকে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ফরিদ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত দলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না।”
জানা যায়, গত ২৯ জুন তজুমদ্দিন উপজেলার মাওলানা কান্দি কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় রোববার (৩০ জুন) সকালে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন।