মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতির বিচার বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহুকে ‘যুদ্ধকালীন সময়ের ইসরায়েলি নেতা’ হিসেবে আখ্যায়িত করে তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।—খবর এএফপি।
ট্রাম্প লেখেন, যে ব্যক্তি নিজের দেশের জন্য এত কিছু করেছেন, তার বিরুদ্ধে এমন ‘উইচ হান্ট’-জাতীয় মামলা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। তিনি বলেন, এইমাত্র জানতে পারলাম, বিবিকে (নেতানিয়াহুর ডাকনাম) সোমবার আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, বিবি ও আমি একসঙ্গে বহু কঠিন সময় পার করেছি। আমরা ইরানের মতো কঠিন শত্রুর মোকাবিলা করেছি। ইসরায়েল ও পবিত্র ভূমির প্রতি নেতানিয়াহুর গভীর ভালোবাসার কোনো তুলনা নেই। একজন মহান দেশপ্রেমিক নেতার বিরুদ্ধে এমন বিচার অন্যায়। তা অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে ক্ষমা করা উচিত।
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও ফৌজদারি অপরাধ সংক্রান্ত তিনটি মামলার বিচার চলছে, যা ২০২০ সালের মে মাসে শুরু হলেও একাধিকবার স্থগিত হয়েছে। গাজা যুদ্ধ ও লেবাননে উত্তেজনার মতো কারণ দেখিয়ে নেতানিয়াহু বিচার স্থগিতের অনুরোধ করেছিলেন।
প্রথম মামলায় অভিযোগ, নেতানিয়াহু ও তার স্ত্রী রাজনৈতিক সুবিধা অর্জনের বিনিময়ে কোটিপতিদের কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলার মূল্যের বিলাসবহুল উপহার (যেমন সিগার, গহনা ও শ্যাম্পেন) গ্রহণ করেছেন। বাকি দুটি মামলায় অভিযোগ, নেতানিয়াহু সংবাদমাধ্যমে নিজের অনুকূলে প্রচার পাওয়ার জন্য প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। যদিও এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
ট্রাম্প পোস্টের শেষদিকে বলেন, যুক্তরাষ্ট্র যেমন ইসরায়েলকে রক্ষা করেছে, তেমনি নেতানিয়াহুকেও রক্ষা করবে।
সূত্রঃ ইত্তেফাক