পিরোজপুরের নেছারাবাদে শেখ হাসিনার ছবিতে ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ার অভিযোগে ছাত্রদলের তিন কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ নভেম্বর) সকালে, জুলুহার বাজারে এ হামলা হয়।
হামলার শিকার ছাত্রদল কর্মীরা হলেন মো. হাসান, সিয়াম এবং রিয়ান। অভিযুক্তরা হলেন স্থানীয় ছাত্রলীগের তিন কর্মী, যাদের মধ্যে রয়েছেন মো. রিয়াদ, সিয়াম, এবং ফারজু। সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাত্রলীগের সক্রিয় সদস্য।
হামলার শিকার সিয়াম শেখ জানান, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন, যেখানে তারা ‘হা হা রিঅ্যাক্ট’ দিয়েছিলেন। এর পর রোববার সকালে রিয়াদ, সিয়াম, ফারজুসহ আরও ১০-১২ জন ছাত্রলীগ কর্মী তাদের ওপর হামলা চালায়, তারা লোহার রড দিয়ে পেটায়।
অপর আহত মো. হাসান বলেন, হামলার সময় রিয়াদ তার সঙ্গীদের নিয়ে তাদের পিটিয়েছে, আর রিয়াদের চাচা সোহাগ তাদের আটকে রেখেছিল।
এ বিষয়ে অভিযুক্তদের ফোনে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন অভিযোগ করেছেন, ক্ষমতায় না থেকেও ছাত্রদলের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। তিনি জানান, রিয়াদ ও তার সহযোগীরা স্থানীয় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল এবং তাদের শাস্তির দাবি জানান।
এদিকে, সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, দুদল বাজারে মারামারির ঘটনা ঘটেছে, তবে কী কারণে তা ঘটেছে, তার সম্পর্কে কিছু জানেন না।