বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ এবং বৃহত্তম দেশ আজারবাইজান। দেশটি ইতোমধ্যে ঢাকায় একটি দূতাবাস খোলার পরিকল্পনাও হাতে নিয়েছে।
গত ১৪ নভেম্বর বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশিদের জন্য আজারবাইজানে কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি আলোচনা করা হয়। ড. ইউনূস বাকুর তেল কোম্পানিগুলোতে বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি করার আহ্বান জানান। প্রেসিডেন্ট আলিয়েভ জানান, বাংলাদেশ ও আজারবাইজানের সম্পর্ক আরও জোরদার করতে ২০২৫ সালের প্রথম দিকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।
তিনি বলেন, আজারবাইজান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য নতুন ক্ষেত্র খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি, দেশটি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি দেখতে পাচ্ছে। সে কারণে ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়েও তারা কাজ করছে।
বর্তমানে আজারবাইজানে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সাম্প্রতিক সময়ে দেশটির জাহাজ নির্মাণ শিল্পে শত শত বাংলাদেশি কর্মসংস্থান পেয়েছেন, এবং বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে কম খরচে পড়াশোনার সুযোগ থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।