পুলিশ সদর দপ্তর গত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করা হচ্ছে। পাশাপাশি, তাঁদের গ্রেপ্তারের জন্য আলাদা টিম গঠন করা হয়েছে এবং যাতে তাঁরা দেশ ছাড়া না হতে পারেন, সেজন্য পলাতকদের অফিশিয়াল পাসপোর্ট বাতিল করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের দাবি, এসব পলাতক সদস্যদের মধ্যে এক ডিআইজি, সাত অতিরিক্ত ডিআইজি, দুই পুলিশ সুপার, এক অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচ সহকারী পুলিশ সুপার, পাঁচ পুলিশ পরিদর্শক, ১৪ এসআই ও সার্জেন্ট, ৯ এএসআই, ৭ নায়েক এবং ১৩৬ কনস্টেবল রয়েছেন। এদের মধ্যে দুজন নারী কনস্টেবলও আছেন। ধারণা করা হচ্ছে, বেশিরভাগ পলাতক পুলিশ সদস্য দেশের বাইরে পালিয়ে গেছেন, এবং তাদের অনেকেই ভারতে অবস্থান করছেন।
বিশেষ করে, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ বেশ কয়েকজন কর্মকর্তা পলাতক রয়েছেন, যাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, এদের বিরুদ্ধে বিভিন্ন বিভাগীয় মামলা করা হয়েছে এবং সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের কর্মকর্তারা আরও জানান, পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারের জন্য আলাদা টিম কাজ করছে।