নিজের নামের আগে ‘দেশনায়ক’ এবং ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের কাছে এ বিষয়ে আবেদন জানিয়ে বলেন, ‘আমার নামের আগে এসব উপাধি ব্যবহার করবেন না।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আয়োজিত একটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশে চলমান ষড়যন্ত্রের বিষয়ে সতর্কতা প্রকাশ করে বলেন, ‘দেশে কিছু একটা ষড়যন্ত্র চলছে, তাই জনগণকে সচেতন করতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।’
রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, এবং বিএনপি যেকোনো মূল্যে এটি ফিরিয়ে আনবে।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের জবাবদিহি না থাকার কারণে তারা স্বৈরাচারী হয়ে উঠেছে।’
নির্বাচনের এবং জনপ্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি যদি দুর্বল হয়ে যায়, তাহলে অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রও দুর্বল হয়ে পড়ে। তাই জনপ্রতিনিধিদের মধ্যে সঠিক জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
এছাড়া বিএনপির ৩১ দফার বাইরে আরও ভালো কোনো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে তা নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। দেশের সংস্কার নিশ্চিত করতে উঠান বৈঠক সংস্কৃতির মাধ্যমে ৩১ দফা সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।