রংপুরে শহীদ পরিবারের পাশে July Shaheed Smrity Foundation-এর আর্থিক সহযোগিতা

রংপুর, ১৬ নভেম্বর ২০২৪:
July Shaheed Smrity Foundation-এর উদ্যোগে রংপুর বিভাগে শহীদ পরিবারের নিকট আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়েছে। এই কার্যক্রমটি সংগঠনের তৃতীয় ধাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শহীদ পরিবারের প্রতি সমর্থন ও দায়িত্বশীলতার অংশ হিসেবে এই চেক প্রদান কার্যক্রম পরিচালিত হয়। July Shaheed Smrity Foundation-এর কর্মকর্তারা জানান, শহীদ পরিবারের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানাতে তাদের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

এ ধরনের উদ্যোগ দেশের বিভিন্ন শহীদ পরিবারের প্রয়োজনীয়তা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রংপুর বিভাগের শহীদ পরিবারের সদস্যরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সহানুভূতি তাদের জীবন সংগ্রামে প্রেরণা যোগাবে বলে মত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *