বিজ্ঞপ্তি ছাড়াই সাবেক ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে কোনও সার্কুলার ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের দপ্তরে সেকশন অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর তাকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান করলে জানা যায়, তিনি ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখায় সক্রিয় ছিলেন। বিভিন্ন কর্মসূচি ও মিছিলে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মানিক (বোমা মানিক) এর ভাতিজা, যিনি গত ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে গ্রেপ্তার হন।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন বলেন, “নিয়োগটি উপাচার্য নিজেই দিয়েছেন।”
সার্কুলার ছাড়াই নিয়োগ দেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “উপাচার্য তার ক্ষমতা প্রয়োগ করে চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারেন।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখরের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে, উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, “নিয়োগের বিষয়ে আমি কিছু জানি না, তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।”