অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদি সংস্কারের চেয়ে তাদের চিহ্ন রেখে যাবে।

“স্বল্প ও মধ্যমেয়াদি সংস্কারগুলো করবে অন্তর্বর্তী সরকার, দীর্ঘমেয়াদি সংস্কার করবে রাজনৈতিক সরকার”—ড. সালেহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্প ও মধ্যমেয়াদি সংস্কার কার্যক্রমের দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিবে, তবে দীর্ঘমেয়াদি সংস্কার কাজ করবে পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার। আজ বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “আমরা চেষ্টা করছি দেশের জন্য কিছু ভালো কাজ করতে, তবে একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার সবকিছু করতে পারে না। আমাদের লক্ষ্য হলো একটা পথচিহ্ন রেখে যাওয়া, যার মাধ্যমে পরবর্তী সরকার চলবে।” তিনি আরও বলেন, “অনেক প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় ভবন রয়েছে, কিন্তু সেখানে স্বচ্ছতা ও সততার অভাব রয়েছে।”

অর্থ উপদেষ্টা এ সময় গভীর আর্থিক সংকটের বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, “এমন বড় ধরনের ক্ষতি আমরা আগে কখনো দেখিনি। দিনদিন এর প্রভাব আমরা অনুভব করছি। আমাদের সহকর্মীরা এটি প্রতিদিন অনুভব করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও আমাকে নিয়মিত এসব বিষয় জানাচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম। তখন ডিমের দাম, পেঁয়াজের দাম নিয়ে অনেক কথা শোনা যেত, অথচ আমরা শুল্ক কমিয়েছিলাম, তারপরও দাম কমেনি। আমি কি ব্যবসায়ীদের কাছে গিয়ে দাম কমানোর কথা বলব?”

ড. সালেহউদ্দিন আরও বলেন, “প্রধান উপদেষ্টাকে আমি বলেছি, এসব সমস্যা শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। নানা রকম পরিস্থিতি এর জন্য দায়ী। আমরা ইলিশ মাছ পাঠিয়েছিলাম, কিন্তু তাও মানুষ সন্তুষ্ট হয়নি। অনেক কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে। তবে একটা আশাব্যঞ্জক বিষয় হলো, সমাজের বিভিন্ন অংশ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।”

তিনি বলেন, এমনটা যদি হয় যে, প্রতিষ্ঠানের সঠিক পরিচালনা না থাকে, তাহলে যত ভালো প্রকল্পই নেওয়া হোক, সেগুলোর সঠিক বাস্তবায়ন সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *